যুদ্ধের মাঝে ইউক্রেন থেকে খড়্গপুরে বাড়ি ফিরল এক মেডিকেল পড়ুয়া,খুশি পরিবার।

0
376

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রবীন কুমার নামে এক ছাত্র। তিন বছর আগে ইউক্রেনে গিয়েছিল মেডিকেল পড়ার জন্য। কিন্তু যুদ্ধের কারণে সেখানে তিনি বাঙ্কারে আটকে পড়েছিলেন প্রবীন কুমার,কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় গত ২রা মার্চ রাতে খড়্গপুরের নিজের বাড়িতে পৌঁছে খুব খুশি ওই ছাত্রসহ পরিবার। শনিবার তাকে খড়গপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংবর্ধনা জানাতে গিয়েছিলেন। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে কতটা সমস্যার সম্মুখীন হয়েছিল তা শোনা যায় ওই ছাত্রের মুখ থেকে, গোটা দেশজুড়ে শুরু হয়েছে আতঙ্ক এরই মাঝে আটকে থাকা ভারতীয় একাধিক ছাত্ররা কিভাবে সমস্যার সম্মুখীন হয়েছে পাশাপাশি আতঙ্কের মধ্যে কাটিয়েছি তা খোলাখুলিভাবে জানালো ওই মেডিকেল পড়ুয়া। পাশাপাশি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান তিনি।