মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করল খড়গপুর শহরের এক ক্লাব সংগঠন।

0
218

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর এই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের প্রেম বাজার বেলতলা ক্লাবের উদ্যোগে দুরদূরান্ত যেসব মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে, সেই সমস্ত পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল বেলতলা ক্লাব। এইদিন এইরকম প্রায় ৪৩ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত ছিলো ক্লাব সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি মাধ্যমিকের প্রথম দিনে পরীক্ষার্থীদের হাতে স্যানিটাইজার, মাস্ক, জলের বোতল দেওয়ার পর গাড়ি ছাড়া হল। তবে এই ক্লাব সংগঠনের এই উদ্যোগ দেখে খুশি হয়েছে পরীক্ষার্থী থেকে শুরু করে অভিবাবকরা, পাশাপাশি প্রশংসা করতে শুরু করেছে এলাকার মানুষ জন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here