বিশ্ব নারী দিবসের দিনে আর্থিকভাবে দুর্বল মহিলাদের উপহার পাঁউশি অন্ত্যোদ্বয় অনাথ আশ্রমের।

0
276

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৮ মার্চ বিশ্ব নারী দিবসের দিনে আর্থিকভাবে দুর্বল মহিলাদের উপহার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-২ ব্লকের পাঁউশি অন্ত্যোদ্বয় অনাথ আশ্রমের। আধুনিক মানের সেলাই শিখে আর্থিক ভাবে স্বনির্ভর হবেন মহিলারা। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামগ্রীর জন্য তৈরি করা হয়েছে বাজার। বিশ্ব নারী দিবসের দিনে এই সন্মান পেয়ে খুশি আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা।বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নিল পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রম।এই দিন আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য শুরু হল সেলাই প্রশিক্ষণ সেন্টার।ভোকেশনাল এই ট্রেনিং সেন্টারের নাম দেওয়া হয়েছে “নিলাংশু সাহা জুট মেড ন্ট্রেনিং সেন্টার।” বিশ্ব নারী দিবসের দিনে ১৫ জন মহিলাকে নিয়ে শুরু হল পথ চলা। মহিলাদের স্বাবলম্বী করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রম কতৃপক্ষ। প্রধান উদ্যোক্তা বলরাম করন জানান, সোমবার বিশ্ব নারী দিবসের দিন মহিলাদের সম্মান জানানোর জন্য আর্থিকভাবে দুর্বল ১৫ জন মহিলাকে নিয়ে শুরু হলো সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রে সেলাইএর কাজে শিখে মহিলারা যেমন স্বাবলম্বী হতে পারবেন পাশাপাশি এই প্রশিক্ষণ কেন্দ্র যে সমস্ত সামগ্রী তৈরি হবে সেগুলো বাজারজাত করার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাজারে যাতে বিক্রি করা যায় তারও ব্যবস্থা করা হয়েছে।করোনার কারণে দীর্ঘ দু বছর ধরে মহিলাদের আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে চালাতে হচ্ছে সংসার।আজকে বিশ্ব নারী দিবসের দিনে প্রশিক্ষণের পাশাপাশি রোজগারের মাধ্যম করে দেওয়ার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রশিক্ষণ কেন্দ্রের মহিলারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here