খোল খরতাল বাজিয়ে হরিনাম গান গাইতে গাইতে শেষ যাত্রায় হুনুমান।

0
337

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার আকুই – ইন্দাস রোডে বলিয়ারা বাস স্ট্যান্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক হনুমানের।রামায়ণে হুনমান রামের সহযোদ্ধা হিসেবে রাম রাবনের যুদ্ধে হনুমান বাহিনী অবতীর্ণ হয়েছিল আর সেই থেকেই হিন্দু শাস্ত্র মতে হুনমান দেবতা রূপে পূজিত হয় এবং এই রীতি আজও বর্তমান। রামভক্ত হনুমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওই এলাকায় দীর্ঘদিন ধরে বাস করতো হনুমান টি আর তার ফলে এলাকা বাসীর সঙ্গে গড়ে উঠেছিল আত্মিক সম্পর্ক। পরিমার্জিত আচার আচরণের জন্য হনুমান টি এলাকাবাসীর ভীষণ প্রিয় এবং আদরে হয়ে উঠেছিলো। আদরের হনুমান টির মৃত্যুতে এলাকার মহিলা ও পুরুষ সকলে মিলে ধুপধৃনো দিয়ে খোলা খরতাল বাজিয়ে হরিনাম গান গাইতে গাইতে চোখের জলে শেষ যাত্রায় পা মেলান।
এই শেষ যাত্রাতে পা মেলান ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কুন্তল মন্ডল, আকুই ১ নং পঞ্চায়েতের উপপ্রধান দিনবন্ধু নন্দী সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ এছাড়াও
উপস্থিত ছিলেন আকুই আউট পোস্টের পুলিশ কর্মিরা।
মৃত ওই হনুমান টিকে বলিয়ারা কালিতলা তে হিন্দু শাস্ত্রমতে সমাধি দেওয়া হয়।
অভিনবত্বের এই শেষ যাত্রা দেখে অভিভূত এলাকার বিশিষ্টজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here