ফালাকাটা ব্লকের জটেশ্বরে মেলায় হাজির হয়েছে ‘লকডাউন’ পুতুল, আর ওই পুতুল নজর কারছে মেলায় আসা দর্শকদের।

0
304

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রতিবছর শিব চতুর্দশীতে মেলা বসে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে। মেলার দিন গুলো এলাকার মানুষের কাছে একটি বড় উৎসব। তবে এবছর জটেশ্বর শিব চতুর্দশী মেলায় রীতিমতো দুই ধরনের নাগরদোলা সহ প্রায় চারশো ছোটবড় স্টল হাজির হয়েছে। পাশাপাশি হাজির হয়েছে ‘লকডাউন’ পুতুল। আর ওই পুতুল নজর কারছে মেলায় আসা দর্শকদের। কোচবিহার জেলার মাথাভাঙার হাজরা হাটের পুতুল বিক্রেতা পিন্টু বৈরাগী জানান, মেলায় লক ডাউন পুতুলের ভালোই বিক্রি হয়েছে। তিনি মাত্র দুই দিন এই মেলায় এসেছেন বলে জানান। এদিকে এলাকাবাসী তথা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় মেলা কমিটি। মেলা কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, ‘অনেকেই বিভিন্ন কারণে এই মেলায় অংশ গ্রহণ করতে পারেনি , তাদের কথা চিন্তা করে মেলার সময় বাড়িয়ে আগামী ১৭ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here