মদ খেতে গিয়ে মৃত্যু ৩, আশঙ্কাজনক ৩ জন।

0
328

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – মদ খেতে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে ও তিন জন কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মঙ্গলবার রাতে এমনই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা অন্তর্গত কৃষ্ণমোহন রেল স্টেশন সংলগ্ন রানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর কৃষ্ণমোহন স্টেশনের রেল গেটের কাছে রানা এলাকায় রথীন গায়েনের বাড়িতে গত রবিবার থেকে মনসা ঠাকুরের গানের বসেছিল। মঙ্গলবার ছিলো সেই অনুষ্ঠানের শেষ দিন। এই উপলক্ষে ওই বাড়িতে আসা ৬/৭ মিলে পাশের রথীন গায়েনের একটি মুরগির পোল্ট্রি ফার্মে বসে মদ‍্যপান করছিল। আর তখন মদের সঙ্গে জলের প্রয়োজন হয়। মদের ঘোরে কোন একজন জল আনতে যায়‌। আর সে জলের বতল ভেবে ফার্মে থাকা একটি বোতল নিয়ে নিয়ে আসে এবং মদের গ্লাসে ঢেলে দেয়। মনে করা হচ্ছে সেটা ফর্মানিল হতে পারে। এটা একটা কীটনাশক ওষুধ।তারপর ওই গ্লাস নিয়ে সবাই খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে গলা জ্বালা আরম্ভ করে। সবাই ওই জায়গাতেই শুয়ে পড়ে। সেখানে তিনজনের প্রচন্ড পরিমাণে গলায় জ্বালা করতে শুরু করে। তখন তাদের চিৎকার শুনে অন্যান্য মানুষ জানতে পারে এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই নিয়ে যায় বারুইপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালেই তিনজনকে মৃত বলে ঘোষণা করে দেয় চিকিৎসকরা। এদিকে ঘটনাটি জানতে পেরেই বারুইপুর থানার আইসি দেব কুমার রায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে মহকুমা হাসপাতালে চলে আসেন। হাসপাতালে আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। যে তিনজন বেঁচে রয়েছেন তাদের নাম মুনিয়া যাদব, গিরিধারী যাদব,জাহিদ গাজী। পুলিশ সূত্রের খবর গিরিধারী যাদব ও মুনিয়া যাদব বিহারের বাসিন্দা। তারা একটি খাটালের শ্রমিক ছিলো। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here