দিনে দুপুরে ছিনতাই এর পর এবার কৃষকদের জন্য বিশেষ ট্রেনের দামি যন্ত্রাংশ চুরি ।

0
207

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- দিনে দুপুরে ছিনতাই এর পর এবার কৃষকদের জন্য বিশেষ ট্রেনের দামি যন্ত্রাংশ চুরি জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে অনিশ্চিত  কিষান রেলের যাত্রা,ক্ষতির মুখে পরতে পারে বহু কৃষক।

সম্প্রীতি জলপাইগুড়ি ,কুচবিহার জেলার বিস্তীর্ন এলাকার মূলত আলু চাষীদের জন্য ভিনরাজ্যে স্বল্প ভাড়ায় আলু সহ অন্যান্য কৃষিজাত সামগ্রী পৌঁছে দেবার লক্ষে কিষান রেল নামে একটি বিশেষ ট্রেনের সূচনা করেছে রেল দপ্তর,
ইতিমধ্যে এই  বিশেষ কিষান রেলের মাধ্যমে এই অঞ্চলের আলু সুদূর ত্রিপুরা রাজ্যে পাঠানো সম্ভব হয়েছিল কৃষকদের।
তবে রোববার রাতের ঘটনার পর এক প্রকার অনিশ্চিত হয়ে পড়লো মঙ্গলবার যাত্রা করার অপেক্ষায় থাকা  কিষান রেলের।
চুরির ঘটনাটি রেল দপ্তরের নজরে আসতেই জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে,
সূত্রের খবর ,রেলের একটি কামরার সঙ্গে অপরটিকে যুক্ত করে রাখার যে ভ্যাকুয়াম সিস্টেন থাকে তারই যন্ত্রাংশ দুষ্কৃতীরা কেটে নিয়ে গিয়েছে।
যার ফলে এই মুহূর্তে এই কিষান রেলের যাত্রা এক প্রকার অনিশ্চিত হয়ে পরেছে।
এলাকাবাসীদের একাংশের বক্তব্য অনুযায়ী এই ঘটনার সঙ্গে স্টেশন লাগোয়া বস্তির কিছু দুষ্কৃতীরাই এমন কাজ করে থাকতে পারে,
ইতিমধ্যে চুরি যাওয়া রেলের যন্ত্রাংশের কিছু অবশিষ্ঠ উদ্ধার ও হয়েছে স্থানীয় এক বাসিন্ধার বাড়ি থেকে, রেল বিভাগ সূত্রে জানা গিয়েছে, রেলের বিভাগীয় ইঞ্জিনিয়ারদের একটি দল খুব শীঘ্রই জলপাইগুড়ি পৌঁছে ক্ষতিগ্রস্ত কামরা গুলোকে মেরামত করার কাজ শুরু করবেন, যাতে মঙ্গলবার কৃষি সামগ্রী নিয়ে নির্ধারিত সময়ে এই কিষান রেল যাত্রা শুরু করতে পারে। পাশাপাশি রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকার  সন্দেহভাজন দুষ্কৃতীদের খুঁজে বার করার চেষ্টা শুরু করেছে।
ঘটনাকে অত্যান্ত নিন্দনীয় বলে স্থানীয় এক বাসিন্দা জানান,
কয়েক জন দুষ্কৃতীর জন্য গোটা এলাকার বদনাম হচ্ছে,
এমন চলতে থাকলে এখান থেকে এই বিশেষ রেল কি ভাবে আগামীতে চালাবে রেল দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here