সবুজায়নের সঙ্গে  বায়ু দূষণ ও প্লাস্টিক মুক্ত শহর গড়তে চাই, শপথ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পালের ।

0
221

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- বুধবার এক জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ গ্রহণ করলেন জলপাইগুড়ি পৌরসভার নব নির্বাচিত প্রতিনিধিরা,
এর পরেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সভা থেকে সর্বসম্মতিক্রমে সাত নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল কাউন্সিলর পাপিয়া পাল প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে শপথ নেন,এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সৈকত চট্টোপাধ্যায় কে মনোনীত করেন।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে পৌরসভার চেয়ারপার্সন হিসেবে প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, অন্যান  সব নাগরিক পরিষেবা সঠিক ভাবে পরিচালিত করার সঙ্গেই শহরকে আরো সবুজে ভোরে দেবার পাশাপাশি প্লাস্টিক মুক্ত এবং দূষণের হাত থাকে রক্ষা করার মতো কাজ গুলোকে প্রাধান্য দেওয়া হবে।

বাইট– পাপিয়া পাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here