ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রধান হিসাবে শপথ নিলেন কবিতা ঘোষ।

0
242

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌরসভার সভাকক্ষে ঝাড়গ্রাম পৌরসভার 18টি ওয়ার্ডের কাউন্সিলরের শপথ গ্রহণ ও পৌর প্রধান, উপপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হয় । বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রধান হিসেবে নির্বাচিত হন কবিতা ঘোষ ও উপ পৌর প্রধান হিসেবে নির্বাচিত হন সুখী সরেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক দেবনাথ হাঁসদা ও ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো নবনির্বাচিত কাউন্সিলর ও পৌর প্রধান ,উপপ্রধান কে শপথ বাক্য পাঠ করান । ঝাড়গ্রাম পৌরসভার মেন্টর হিসেবে প্রাক্তন পৌর প্রধান শিবেন্দ্র বিজয় মল্লদেব এর নাম ঘোষণা করা হয় । ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো বলেন ঝাড়গ্রাম শহরবাসী যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন, সেই দায়িত্ব মানুষকে সঙ্গে নিয়ে আমরা পালন করব ।ঝাড়গ্রাম শহরকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য সবাই একসঙ্গে কাজ করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম শহরের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পগুলিকে আগামী দিনে অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, যারা দেননি তাদের সকলকে সঙ্গে নিয়ে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আমরা ঝাড়গ্রাম শহরের উন্নয়নে কাজ করার জন্য এগিয়ে যাব । নবনির্বাচিত পৌর প্রধান কবিতা ঘোষ বলেন ঝাড়গ্রাম শহরবাসী তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখায় তিনি গর্বিত এবং খুশি। তাই ঝাড়গ্রাম শহরবাসীকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি বলেন দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গুরু দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন সেই দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব । অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন বিধানসভা নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনে ঝাড়গ্রামের মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন । তাই মানুষের পাশে থেকে ঝাড়গ্রাম শহরের প্রতিটি এলাকার উন্নয়নে নতুন পৌরবোর্ড কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন ।তিনি নবনির্বাচিত পৌর প্রধান ,উপপ্রধান সহ সমস্ত কাউন্সিলরদের তিনি অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানান। উল্লেখ করা যায় যে ঝাড়গ্রাম পৌরসভার 18 টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 16 টি আসনে জয়লাভ করেছে, একটি করে আসনে জয়লাভ করেছে সিপিআই ও একজন নির্দল প্রার্থী । তাই ঝাড়গ্রাম শহরবাসীর প্রতি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা দায়বদ্ধ বলে রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান ।তাই ঝাড়গ্রাম পৌরসভার উন্নয়নে সকলকে তিনি এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here