বসন্ত উৎসবে মাতোয়ারা গোটা শান্তিপুর বাঁশি একইভাবে মেতে উঠতে দেখা গেল পুলিশ কর্মীদের কেউ।

0
451

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গাছের ঝরা পাতা জানান দেয় বসন্ত এসে গেছে, আর এই বসন্ত উৎসব মানেই বাঙালির আবেগ। আজ দোল উৎসব এই দোল উৎসব কে কেন্দ্র করে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে গোটা শান্তিপুর বাসীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। প্রত্যেক বছরই এই বসন্ত উৎসবে শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ অংশগ্রহণ করে। গত দু’বছর বন্ধ ছিল এই বসন্ত উৎসব, কারণ করোনার চোখ রাঙানি। সবকিছু শিথিল হতেই এবছর আবারো অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। সকাল থেকে গোটা শান্তিপুর বাঁশির পাশাপাশি শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন নৃত্য একাডেমীর কচিকাঁচারা বিভিন্ন নিত্যের মধ্য দিয়ে মেতে উঠল বসন্ত উৎসবে। সকাল থেকেই গোটা রাষ্ট্রীয় উদ্যান বিভিন্ন আবিরের রঙে সেজে উঠেছে এছাড়াও লাল নীল সবুজ আবিরের রঙের ছোঁয়ায় রাঙিয়ে দিতে দেখা গেল জাতি ভেদাভেদ ভুলে। এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে অনেকেই বলছেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ থাকলেও, বসন্ত উৎসব মানেই এক অন্য অনুভূতি। সারা বছর এই দিনটার অপেক্ষাতেই তাকিয়ে থাকি বসন্ত কবে আসবে। যদিও এই বসন্ত উৎসবে শামিল হয়ে বসন্ত উৎসবে মেতে উঠলেন পুলিশকর্মীরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here