বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে মেদিনীপুর মহাবিদ্যালয়ের ১৫০তম প্রতিস্ঠা বর্ষ উদযাপন উৎসবের আয়োজন।

0
259

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে মেদিনীপুর মহাবিদ্যালয়ের ১৫০তম প্রতিস্ঠা বর্ষ উদযাপন উৎসব শুরু হয়েছে। পরে এই স্বশাসিত মহাবিদ্যালয়ের প্রাক্তনী তথা রাজ্য মন্ত্রিসভার বর্তমান তিনজন মন্ত্রী, যথাক্রমে সৌমেন মহাপাত্র,হুমায়ুন কবির ও শ্রীকান্ত মাহাতো -দের উপস্থিতিতে এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। জানা গিয়েছে রবিবার থেকে আগামী ২৬শে মার্চ তারিখ পর্যন্ত সাতদিন ধরে লাগাতার বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এই কলেজের ১৫০ তম জন্ম দিবস জানুয়ারি মাসে অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির জন্য বর্ষপূর্তি অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল, বর্তমানে করোনার প্রভাব কমে যাওয়ায় সেই বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। বক্তারা সকলেই স্বশাষিত মেদিনীপুর মহাবিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here