মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিষাদলে বিধায়ক কাপ ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা।

0
325

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফুটবল ও ক্রিকেট খেলার আগ্রহ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা দিবস ঘোষনা করেছেন। আর সেই খেলা দিবসকে সামনে রেখে এবার মহিষাদলে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে MLA কাপ ২০২২।পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম ” মহিষাদল MLA কাপ 2022 ” MLA ফ্যান ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২৬ শে মার্চ শনিবার দিবারাত্রি ক্রিকেট ও ২৭ শে মার্চ রবিবার দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহিষাদলরাজ গ্রাউন্ডে। আগামী ২৬ শে মার্চ শনিবার সকাল ১১ টায় দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন। উদ্বোধন করবেন রাজ্য তথা জেলা দু’ই মন্ত্রী ড. সৌমেনকুমার মহাপাত্র ও মন্ত্রী অখিল গিরি এবং মহিষাদল -এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামধন্য ফুটবলার তথা উলুবেড়িয়া বিধায়ক বিদেশ বসু এবং প্রাক্তন কোষাধক্ষ্য CAB র ও কলকাতা পৌরসভার কাউন্সিলর বিশ্বরূপ দে এছাড়াও উপস্থিত থাকবেন জেলার বিধায়কগন, প্রশাসনের কর্তাব্যক্তিরা। রাজ্যের বিভিন্ন জেলার বাছাই করা আটদলিয় ক্রিকেট ও ফুটবল দল প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রঙ্গিন আতসবাজি। রবিবার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাগৃহে এক সাংবাদিক বৈঠক করে জানান মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এম এল এ ফ্যান ক্লাবের সভাপতি ছবিলাল মাইতি, সম্পাদক অরুন দিন্ডা, কোষাধ্যক্ষ কমল পট্টনায়ক সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here