নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– গোপন সূত্রে খবর পেয়ে গাড়ি সহ প্রায় ৬০ সি এফ টি টিক কাঠ আটক করে দলগাঁও রেঞ্জের বন কর্মীরা।পাচারকারীর গাড়ির ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বন দপ্তরের একটি গাড়ি। দলগাঁও রেঞ্জ সূত্রে খবর, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের দুটি দল ওত পেতে থাকে। ফালাকাটা ব্লকের কাজলী হল্ট এলাকায় কাঠ বোঝাই গাড়ি দেখতে পেয়ে পিছু ধাওয়া করে বন দপ্তরের একটি গাড়ি। কিছু দূর যাওয়ার পর জটেশ্বরের কাছে পাচারকারীর গাড়ির সামনে বন দপ্তরের গাড়ি দাঁড় করালে চলন্ত গাড়ি থেকে চালক নেমে পালিয়ে যায়। এরপর সেই চলন্ত গাড়ি এসে বন দপ্তরের গাড়িতে ধাক্কা মারলে সামান্য ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি বলে বন দপ্তর সুত্রে খবর। গাড়ি সহ আনুমানিক দেড় লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয় বলে দলগাঁও রেঞ্জ অফিসার অশেষ পাল জানান। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
গোপন সূত্রে খবর পেয়ে গাড়ি সহ প্রায় ৬০ সি এফ টি টিক কাঠ আটক করে দলগাঁও রেঞ্জের বন কর্মীরা।

Leave a Reply