ধর্মঘট কে সফল করতে শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের যৌথ মঞ্চের আহবানে সোমবার সন্ধ্যায় শহরের সমাজপাড়া মোরে এক কনভেনশনের আয়োজন করা হয়।

0
318

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহের আগামী ২৮ এবং ২৯ শে মার্চ শ্রমিক কৃষক বিরোধী কেন্দ্রীয় সরকারের দেশ বিক্রির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে যে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘট কে সফল করতে শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের যৌথ মঞ্চের আহবানে সোমবার সন্ধ্যায় শহরের সমাজপাড়া মোরে এক কনভেনশনের আয়োজন করা হয়। কনভেনশনের সভাপতিত্ব করেন এলআইসি ইউনিয়নের নেতৃত্ব ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কনভেনশনের কাজ শুরু হয় কোন সঙ্গীত পরিবেশন করেন কর্মচারী আন্দোলনের নেতা অনিক মিত্র। কনভেনশনের মূল প্রস্তাব উত্থাপন করেন ১২ ই জুলাই কমিটির অন্যতম আহবায়ক প্রদীপ কর্মকার প্রস্তাব সমর্থন করে বক্তব্য রাখেন এবিটিএ র পক্ষে শিক্ষক নেতা কৌশিক গোস্বামী, এ বি পি টি এর পক্ষে শিক্ষক নেতা বিপ্লব ঝা, কর্মচারী আন্দোলনের নেতৃত্ব মনোজিৎ দাস, ব্যাংক কর্মচারী আন্দোলনের নেতৃত্ব মৃণাল রায়, বীমা কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দেবব্রত চৌধুরী ও সিআইটিইউ এর পক্ষে শ্রমিক নেতা জিয়াউল আলম ও ১২ ই জুলাই কমিটির অন্যতম নেতৃত্ব বাণীব্রত সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিক স্বার্থবিরোধী কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ২৮ ও ২৯ মার্চের দেশব্যাপী সাধারণ ধর্মঘট কে বিরাট অংশের মানুষের মধ্যে প্রচার নিয়ে গিয়ে ব্যাংক-বীমা সরকারি-বেসরকারি সমস্ত ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ করে সর্বাত্মক ধর্মঘটের আহ্বান জানান নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here