তিনদিন ব্যাপী আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ও বার্ষিক আবৃত্তি উৎসব ২০২২ শুরু হলো দিনহাটা হেমন্ত বসু মুক্ত মঞ্চে।

0
457

মনিরুল হক, কোচবিহারঃ তিনদিন ব্যাপী আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ও বার্ষিক আবৃত্তি উৎসব ২০২২ শুরু হলো দিনহাটা হেমন্ত বসু মুক্ত মঞ্চে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দিল্লী আকাশ বানীর আবৃত্তি শিল্পী প্রনব দত্ত। উপস্থিত ছিলেন কলকাতার আবৃত্তি শিল্পী ও শিক্ষক শচীন রায় চৌধুরী, রুম্পা দে, দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার রনজিৎ মন্ডল, মহকুমা শাসক হিমাদ্রি সরকার, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্যামল ধর, সুরঞ্জম ঘোস প্রমুখ।
পবিত্র গীতা, কোরান ও বাইবেল পাঠের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানে। এর পর শিশু বিভাগের আবৃত্তির মধ্য দিয়ে প্রথম দিনের মূল অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কোচবিহার জেলা আবৃত্তি পরিষদের কর্ণধার শিলাদিত্য রায় জানান নেপাল ও বাংলাদেশ থেকে এবং কলকাতা, দিল্লী, আসাম প্রভৃতি রাজ্য থেকে বাচিক শিল্পীরা এসেছেন অংশগ্রহণ করতে। কোচবিহারবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here