এক নাবালকের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ।

0
245

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- এক নাবালকের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বারদুয়ারী এলাকার বাসিন্দারা। এমনকি ভূমি সংস্কার আধিকারিককে হেনস্তা করার অভিযোগ উঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।ঘটনার খবর পেতেই হরিশ্চন্দ্রপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারী দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারী এলাকার বাসিন্দা বদরুল হকের নাবালক সন্তান সমীর হোসেনের নামে বারদুয়ারী গামী রাস্তার ধারে একটি জমি দীর্ঘদিন ধরে রেকর্ড করা রয়েছে।কিন্তু সম্প্রতি ওই এলাকারই আরেক বাসিন্দা মুকলেসুর রহমান জাল দলিল তৈরি করে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ফকরুদ্দিন আহমেদের সঙ্গে মিলিত ভাবে যোগসাজশ করে জমিটি এলাকার এক ব্যবসায়ী সাওর কেডিয়ার নামে রেকর্ড করিয়ে দেয় বলে অভিযোগ।তারপর থেকে ওই জমিতে বাড়ি নির্মাণ শুরু হয়।এই নিয়ে বিএলআরও অফিসে অভিযোগ জানাতে গেলে ভূমি সংস্কার দপ্তর এ বিষয়ে অভিযোগ নিতে অস্বীকার করেন। তারপরই ওই এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ভূমি সংস্কার আধিকারিক ফকরুদ্দিন আহমেদকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।এরপর‌ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here