বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা শিবির কোতুলপুর এর স্কুলে স্কুলে ।

0
245

আবদুল হাই, বাঁকুড়া:- বাল্যবিবাহ রোধে বাঁকুড়া জেলার কোতুলপুর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে প্রচার চালানো হচ্ছে । আজ ২৮ শে মার্চ মদনমোহনপুর বোর্ড উচ্চ বিদ্যালয়ে এই প্রচার অভিযান চালানো হয় ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের আবৃতি নাটক এবং প্রশাসনিক আধিকারিকদের বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় ১৮ বছরের নিচে বিয়ে দিলে কি কি অসুবিধা সম্মুখীন হবে ছাত্রীরা । তাই আজ কোতুলপুর ব্লকের বিভিন্ন স্কুলে এই প্রচারমূলক অনুষ্ঠান চালান প্রশাসনিক আধিকারিকরা। কোতুলপুর বোর্ড অবর বিদ্যালয় পরিদর্শক সুতপা সামুই জানান ১৮ বছরের নিচে ছাত্রীদের বিয়ে দিলে প্রথমত যেমন তাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় বিভিন্ন রোগগ্রস্ত হয় এমনকি বাচ্চারাও সেই অপুষ্টিজনিত বিভিন্ন রোগের সম্মুখীন হন । তাই কোনমতেই ১৮ বছরের নিচে বিয়ে না করতে বলেন ছাত্রীদের । অভিভাবকদেরও সজাগ করা হয় কোন মতেই ১৮ নিচে কন্যাদের বিয়ে দেবেন না এটা দণ্ডনীয় অপরাধ ১৮ নিচে বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন। বক্তব্য কবিতা এবং ছাত্রীদের নাটকের মধ্য দিয়েও ছাত্রীদের সজাগ করা হয় তার পাশাপাশি ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় বন্ধু-বান্ধবীদের ১৮ বছরের নিচে বিয়ে না হয় সে ব্যাপারেও যেন তারা আলোচনা করেন যদি ১৮ নিচে কোন বালিকার বিয়ে দেওয়া হয় তৎক্ষণাৎ যেন স্কুল শিক্ষক পুলিশ প্রশাসন এবং আধিকারিকদের জানানোর কথা জানান ।তাছাড়াও টোল ফ্রি নাম্বার এ ফোন করার কথা বলেন । আজকের এই সচেতনতামূলক প্রচারে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক সুতপা সমুই ,কোতুলপুর সিডিপিও জয়ব্রত কুন্ডু, কৌশিক চক্রবর্তী . প্রতাপ চন্দ্র চন্দ্র . অমিত মন্ডল ,রুবি রাজগুরু থেকে শুরু করে হেলথ ডিপার্টমেন্ট এর আধিকারিকগণ এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা। এই প্রচার অনুষ্ঠান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান অবর বিদ্যালয় পরিদর্শক সুতপা সামুই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here