ভারত বাংলাদেশ স্থল বানিজ্যকেন্দ্রে উত্তেজনা।বাং

0
211

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ভারত বাংলাদেশ স্থল বানিজ্যকেন্দ্রে উত্তেজনা।বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির লরিতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতিরা। গত দুইদিনে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতিরা। প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি রপ্তানি ব্যবসায়ীর। মালদা জেলার ইংরেজবাজার থানার মহিদীপুর আন্তর্জাতিক স্থল ব্যানিজিক কেন্দ্রে ঘটেছে এমন ঘটনা। বেসরকারি পার্কিং জোনে পেঁয়াজ ভর্তি লরিগুলি পাকিং করা ছিল। । আজ এই পেঁয়াজের গাড়িগুলি বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা। কিন্তু সীমান্ত এলাকার দুষ্কৃতিরা প্রকাশ্য দিবালোকে এই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুয়ু করেছে। তবে এমন ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন রপ্তানি ব্যবসায়ী। আতঙ্কে রপ্তানিকারকেরা।
পুলিশ সূত্রে জানা গেছে একশ্রেনীর দুষ্কৃতি এই সীমান্ত এলাকার তোলাবাজি করে। কোন রপ্তানি ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করলে এমন কান্ড করে। বেশকয়েকবার রপ্তানি ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও করা হয়েছে তাদের। এই ঘটনাতেও একজনকে আটক করা হয়েছে। তাকে জেরা করে দুষ্কৃতির গাং এর সকল সদস্যকে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু হয়েছে। পুলিশ পিকেট বসানো হয়েছে। নজরদারিও বাড়ানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here