দুয়ারে রেশন পৌঁছাতে সমস্যা, মানসিক অবসাদে আত্মহত্যা রেশন ডিলারের।

0
358

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুয়ারে রেশন পৌঁছাতে সমস্যা, মানসিক অবসাদে আত্মহত্যা রেশন ডিলারের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়া রানাঘাট থানার কুপার্স ক্যাম্পে। জানা যায় বর্তমান রাজ্য সরকারের দুয়ারে রেশন পরিষেবা নিয়ে বিপাকে রেশন ডিলার রা। এই পরিষেবা রেশন কাস্টমারদের দুয়ারে পৌঁছে দিতে রেশন ডিলার দের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। সরকারের এই ব্যবস্থায় আয়ের তুলনায় বাড়ছে খরচ। এই কঠিন পরিস্থিতিতে রেশন সামগ্রী পৌঁছাতে চারচাকা মালবাহী গাড়ি কিনতে পারছিলেন না রেশন ডিলার বাচ্চু দে। এমনই অনেক সমস্যার সম্মুখীন হয়ে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন। আজ সকালে হাঁটতে বেরিয়ে তিনি নিখোঁজ হন। এরপরে ফোন করেও সন্ধান মেলেনি। আচমকা রেশন ঘরের ছাদে রেশন ডিলার বাচ্চু দের ঝুলন্ত দেহ নজরে আসে। এরপর রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ জানতে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনা ঘিরে এলাকাসহ মৃতের পরিবারের শোকের ছায়া নেমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here