সাধারণ মানুষের স্বাস্থ্যের দিক নজর রেখে উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপনের জন্য নিজের জায়গা দান করে প্রশংসা কুড়িয়েছিলেন কোলাঘাটের এক শিক্ষক ও এক সমাজসেবী।

0
325

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  এলাকার মানুষের শারীরিক বিষয়ে নজর রেখে এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপনের জন্য নিজের জমি দান করে প্রশংসা করে নিলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের এলাকার এক শিক্ষক নগেন্দ্রনাথ সামন্ত ও সমাজসেবী দিলীপ পাত্র। জানা গিয়েছে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্নার উদ্যোগে কোদালিয়া এলাকায় এবং বাঙালপুর এলাকায় উপস্বাস্থ্য স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এই দুই এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠার ফলে এলাকার মানুষ সুচিকিৎসা পাবেন এমনটাই আশা রাখছেন তিনি, তবে এই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার জন্য যে জায়গার প্রয়োজন সেই জায়গা দান করে প্রশংসা কুড়িয়েছিলেন বিশিষ্ট শিক্ষক নগেন্দ্রনাথ সামন্ত ও সমাজসেবী দিলীপ পাত্র। শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাপতি সুরঞ্জিত মান্নার হাতে তার জায়গার দলিল পত্র তুলে দেন তারা। তবে তার এই শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবীর সুকর্ম দেখে একদিকে যেমন খুশি হয়েছে এলাকার মানুষ অন্যদিকে যথেষ্ট আপ্লুত ব্লক প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here