পথের পশুদের জন্য জেলার প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল ।

0
251

উত্তরদিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তরদিনাজপুর পিপল ফর এ্যানিমেলস এর পক্ষ থেকে এই জেলায় পথ পশুদের জন্য সম্ভবত প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। তবে বড় আকৃতির পশুদের ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স ব্যবহারযোগ্য না হলেও ছোট আকৃতির পথ পশু তথা বন্যপ্রাণীদের উদ্ধার করে সরকারি পশু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে সংস্থার পক্ষ থেকে। রায়গঞ্জের কলেজপাড়ায় অরবিন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পথ কুকুরদের জলাতঙ্কের প্রতিষেধক দেওয়ার মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করা হলো । অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন সংস্থার সভাপতি গোপাল মিত্র মহাশয় ।সঙ্গে উপস্থিত ছিলেন সম্পাদক গৌতম তান্তিয়া ,মাধবী চন্দ সহ অন্যান্য সদস্যরা। পিপল ফর এ্যানিমেলস এর চেয়ারপারসন শ্রীমতি মানেকা সঞ্জয় গান্ধী এই অ্যাম্বুলেন্সটির ব্যবস্থা করে দিয়েছেন । এই উপলক্ষে 70 টি পথ কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া ছাড়াও বেশ কয়েকটি রাস্তার কুকুরের নির্বীজকরণ করা হয় । সরকারি সাহায্য পেলে সংস্থার পক্ষ থেকে এই ধরনের অভিযান আরও চালানো হবে ।।তবে অ্যাম্বুলেন্স এর খরচ বহন করার জন্য সংস্থার পক্ষ থেকে সমস্ত পশুপ্রেমী তথা পৌরসভা , প্রাণী সম্পদ এবং জেলা প্রশাসনের কাছে আবেদন জানান হবে যাতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here