বিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা।

0
516

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ শনিবার সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ে বিদ্যালয়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।কোভিডের কারনে দীর্ঘ দু’বছর বিদ্যালয় বন্ধ থাকার পর সরকারি নিয়মানুসারে নিজ নিজ বিদ্যালয়ে হোম সেন্টার হয়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ শনিবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে ও পরিচলন সমিতির সভাপতি মোহন চ্যাটার্জির উদ্যোগে ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদানের জন্য একটি করে কলম, মাস্ক, জলের বোতল প্রদান করা হল। এদিন প্রত্যেক ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের গেটে থার্মাল স্ক্যান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে জানান ‘আমাদেরই ছাত্র ছাত্রীরা আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছে। তাই আমাদের এই উদ্যোগ। বিদ্যালয়ের সভাপতি মোহন চ্যাটার্জি সহ সকল শিক্ষক এই ব্যাপ্যারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষের এই রূপ অভিনব প্রয়াস দেখে এলাকাবাসী সহ সকলেই খুব খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here