মহিষাদলের চকদ্বারিবেড়্যা গ্রামে গ্রাম কমিটির একগুচ্ছ ফতোয়া ঘিরে বিতর্ক, অভিযোগ অস্বীকার তৃণমূলের।

0
225

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এ যেন খাপ পঞ্চায়েতের প্রতিচ্ছবি। গ্রামে কারো কোনো সমস্যা হলে থানায় যাওয়া চলবে না, জানাতে হবে গ্রাম কমিটিকে। বাড়িতে কোনো মাঙ্গলিক কিংবা পারলৌকিক কাজ করতে গেলে বসতে হবে গ্রাম কমিটিকে নিয়ে। গ্রামের কোনো ছেলে বিয়ে করে বউ নিয়ে গ্রামে ফিরলে অথবা গ্রামের মেয়ে বাড়ি ছেড়ে চলে গেলে,গ্রাম কমিটির ধার্য্য চাঁদার নামে জরিমানা দিতে হবে। মহিষাদলের চকদ্বারিবেড়্যা গ্রামে গ্রাম কমিটির একগুচ্ছ ফতোয়া ঘিরে বিতর্ক। আর এই ফতোয়া রীতিমতো ছাপিয়ে বিলি করা হয়েছে বাড়ি বাড়ি। এমনকি গ্রামের বাড়ির দেওয়ালেও নোটিশ আকারে সেগুলি লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন ওই গ্রামের বাসিন্দাদের একাংশ। তাদের বক্তব্য, গ্রাম্য কমিটির নামে দেওয়া এই ধরনের ফতোয়া আসলে তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে এই ফতোয়া লিফলেট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, গ্রাম্য কমিটির নামে তৃনমূল নেতারা এই ধরনের লিফলেট বিলি করে পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীদের ভয় দেখিয়ে বসে রাখতে চাইছে। অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here