হলদিয়া দূর্গাচকে মাথার চুল কেটে ক্যানসার রোগীদের দান একাধিক মহিলা।

0
225

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কঠিন রোগে রোগগ্রস্ত কিংবা ক্যান্সারে আক্রান্ত তাদের মাথার চুল পড়ে যায়। সমাজে সেইসব মহিলাদের কথা ভেবে নিজের লম্বা চুল কেটে দান করতে এগিয়ে এলেন বেশকিছু মহিলা। নিজের লম্বা চুল কেটে দান করতে সেইসব ক্যান্সার রোগগ্রস্ত মহিলাদের পাশে দাঁড়ালেন বেশ কিছু মহিলা, রবিবার চুল দান বা হেয়ার ডোনেসান অনুষ্ঠান হয়ে গেল পূর্ব মেদিনীপুরের হলদিয়া দূর্গাচকে। চুলের বাহার মানুষ কারো সৌন্দর্য করে তুলে। উজ্জল ও লম্বা চুল পাওয়ার জন্য কতনা চেষ্টা করে বহু মহিলা। বিশেষত্ব মাথার চুল যে দিকে নজর সবার আগে পড়ে। মহিলারা কে না চায় এক গোছা চুল, খোপা করে, বিনানি করে ছড়িয়ে দেবে তার অঙ্গে, ছড়িয়ে পড়বে তার রূপের বাহার। আমরা সাধারণত সমাজে বহু রকম দান প্রক্রিয়া করতে দেখেছি কিন্তু এভাবে নিজের অঙ্গের একটি অংশ দান করা এক নুতনত্ব। তবে এইসব মহিলারা যারা নিজের সৌন্দর্য কে ক্যান্সার রোগগ্রস্ত মহিলাদের দান করানোয় যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এলাকার সমাজসেবী রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here