পারিবারিক বিবাদের জেরে দুই পরিবারের মারামারিতে আহত হলেন মোট 5 জন যার মধ্যে একজনের মৃত্যু, ঘটনার পর অভিযুক্তদের বাড়ি এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল আক্রান্তদের বিরুদ্ধে।

0
183

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  একটি গলি রাস্তার দখলকে কেন্দ্র করে ও পারিবারিক বিবাদের জেরে দুই পরিবারের মারামারিতে আহত হলেন 5 জন গ্রামবাসী এবং মৃত্যু হল 1 জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি থানার মনিগ্রাম গ্রামে অপরদিকে ঘটনার পর গ্রামের বাসিন্দারা পুলিশকে খবর দেয় এবং আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে উন্নত চিকিৎসার জন্য, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করার পথে ওই ব্যক্তির মৃত্যু হয়, জামিরুল শেখ নামের ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হবার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। জামিরুল শেখ এর মৃত্যুর ঘটনার পর জামিরুল শেখ এর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বাড়ি এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। পরে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ফের ঝামেলার আশঙ্কায় বসানো হয়েছে পুলিশ ক্যাম্প প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে বাড়ি ঢোকার তিন ফুটের একটি রাস্তা নিয়ে বহুদিন ধরে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছে এর আগেও ওই ঝামেলার জন আদালত পর্যন্ত গড়ায় যার মামলা এখনো চলছে কান্দি মহকুমা আদালতে মঙ্গলবার ওই রাস্তার কাজ করা নিয়ে ফের দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা বাধে পরে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় এতে উভয়পক্ষের মোট 5 জন গুরুতর আহত হন এবং একজনের মৃত্যু হয়, সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে কান্দি থানার পুলিশের পক্ষ থেকে যদিও বর্তমানে অভিযুক্তরা সকলেই পলাতক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here