হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো কোচবিহার জেলা পুলিশ।

0
257

মনিরুল হক, কোচবিহার :- হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো কোচবিহার জেলা পুলিশ। এদিন কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হল ঘরে মোট ৮৭ জনের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার। জেলা পুলিশ সুপার ছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশি সকলেই। চন্দন দাস নামে এক ব্যক্তি বলেন, আমার মোবাইল ফোনটি কয়েক মাস আগে হারিয়ে গিয়েছিল, মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আজ জেলা পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন আমাকে ফিরিয়ে দেওয়া হয়, এর জন্য জেলা পুলিশ কে আমি অনেক ধন্যবাদ জানাই।
কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, আমাদের জেলা অনেক বড়। মোবাইল চুরির খবর প্রায়ই শোনা যায়। কোচবিহার জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। আজ আমরা ৮৭ জনের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তুলে দিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here