হিমঘরে আলু রাখতে গিয়ে হিমঘরে থাকা ষাঁড়ের গুঁতো মৃত্যু হল এক কৃষকের,শোকের ছায়া আনন্দপুরে।

0
248

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  হিমঘরে আলু রাখতে গিয়ে হিমঘরে থাকা ষাঁড়ের গুঁতো মৃত্যু হল এক কৃষকের, ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়,ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার নিউ দণ্ডপাট কোল্ড স্টোরেজের। পুলিশ সূত্রে খবর মৃতের নাম ধর্ম ঘোষ বাড়ি আনন্দপুর থানার চিঁয়াপাট এলাকায়। জানাযায় মঙ্গলবার ধর্ম ঘোষ গরুর গাড়িতে করে নিজের চাষের আলু রাখতে এসেছিল কোল্ডস্টোরেজে কোল্ড স্টোরেজের প্রধান গেট পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ ই কোল্ড স্টোরেজে থাকা একটি ষাঁড় গরুর গাড়ির সামনে এসে গরুর সঙ্গে লড়াই লেগে যায়। আর সেই লড়াই য়ের মাঝে পড়ে যায় ধর্ম ঘোষ, ষাঁড়ের গুঁতো খেয়ে গরুর গাড়ি সামনে পড়ে য়ায় ধর্ম শিং ডুকে যায় পেটে। এমনকি গরুর গাড়ির চাকা গড়িয়ে মাথার উপর চলে য়ায়। দ্রুত তাকে উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে আনলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় দেখা দেয়ায় তীব্র উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে কোল্ডস্টোরেজ সামনে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং ওই মৃত দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here