পশ্চিমবাংলার মানুষকে আরেকবার সারোদা এবং নারদার মতো সর্বস্বান্ত করার ফাঁদ পেতেছে এই তৃণমূল,নন্দীগ্রামে মন্তব্য শুভেন্দু অধিকারী।

0
247

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিমবাংলার মানুষকে আরেকবার সারোদা এবং নারদার মতো সর্বস্বান্ত করার ফাঁদ পেতেছে এই তৃণমূল, বুধবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবস।এই ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিজের বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কেন্দ্রীয় বিধায়ক কার্যালয়ে দলীয় কার্যকর্তা ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল মাধ্যমে বক্তব্য শুনলেন শুভেন্দু অধিকারী।বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,ইতিমধ্যেই সিকিম এবং নাগাল্যান্ডে লটারির দুর্নীতি কাণ্ড নিয়ে শোরগোল দেশজুড়ে, ইতিমধ্যেই সিকিম ও নাগাল্যান্ডে এনফর্সমেন্ট ডাইরেক্টর অভিযান চালিয়ে ৪১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, পশ্চিমবঙ্গ স্টেট লটারি যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপো, যেটা থেকে একটা বড় অংকের কর পেত রাজ্য সরকার, বিধানসভা নির্বাচনের সময় দক্ষিণ ভারতের এক কোম্পানি ডিয়ার লটারি নামক কোম্পানিকে আমদানি করা হয়েছে, সেই সময় যারা ভোটের পরামর্শদাতা তারা আমদানি করেছে এবং ২০০ কোটি টাকা তৃণমূল নিয়েছে, নাগাল্যান্ড সিকিম এর ঘটনা স্পষ্ট প্রমাণ করে দিয়েছে এটা সম্পূর্ণভাবে একটা দুর্নীতি, যেখানে অনুব্রত মণ্ডল এক কোটি টাকা পেয়েছিল, সেই প্রসঙ্গ নিয়েও তিনি তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি, তিনি বলেন তৃনমুল ঠিক করে দেয় কে পাবে কে পাবে না, চাকরি নেই বাংলায় তাই এই লটারির সঙ্গে বেশ কিছু বেকার যুবকরা যুক্ত হয়েছে, আমি মনে করি এটি আরেকটা চিটফান্ডের মত স্কিম, তাই বিরোধী দলনেতা হিসেবে আমি সতর্ক করছি সাধারণ মানুষের সঙ্গে এই ফাঁদে পা দেবেন না, আমি এনফোর্সমেন্ট ডিরেক্টরদের বলবো নাগাল্যান্ড ও সিকিমের পাশাপাশি পশ্চিমবাংলায় অভিযান চালানো হোক এর সঙ্গে সম্পূর্ণভাবে তৃণমূল জড়িত এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here