পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন করে আই ব্যাঙ্ক চালু, খুশি চিকিত্‍সক মহল।।

0
343

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মৃত্যুর পরেও একজন মানুষের চোখ থেকে আরেকজনের চোখের আলো ফিরে আসতে পারে আমরা জানি। কিংবা অন্যান্য অরগান গুলোকে সঠিক সময়ে প্রতিস্থাপন করতে পারলে তা অন্য একজনের প্রাণ বাচাতে পারে। কিন্তু তার জন্য চাই সঠিক পরিকাঠামো ও সদিচ্ছা। তাই অঙ্গ দানে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন করে আই ব্যাঙ্ক চালু হওয়ায় খুশি চিকিত্‍সক মহলের সকলেই। জেলায় আই ব্যাঙ্ক তৈরি হওয়ায় সাধারণ মানুষ অত্যন্ত উপকৃত হবে বলেই মনে করছেন চিকিত্‍সকরা। জেলায় প্রথম আই ব্যাঙ্কের উদ্বোধন হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পশ্চিমবঙ্গে ৭ টি মেডিক্যাল কলেজে নতুন করে আই ব্যাঙ্ক হওয়ার কথা থাকলেও একমাত্র মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু করা হল আই ব্যাঙ্ক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই আই ব্যাঙ্কের উদ্বোধনে উপস্থিত ছিলেন হাসপাতালের এমএসভিপি ডঃ অমিও কুমার বেরা, বিশিষ্ট চিকিত্‍সক ডঃ রঞ্জন ভট্টাচার্য্য-সহ অন্যান্য চিকিত্‍সকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here