পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ হবে কোচবিহার শহরেও, জানালেন জেলা শাসক।

0
274

মনিরুল হক, কোচবিহারঃ এবার কোচবিহার শহরেও বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সংযোগ পাবেন বাসিন্দারা। আজ নিজের অফিসের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠকের সময় এখবর জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। বরুনি থেকে অসমের গৌহাটি পর্যন্ত রান্নার গ্যাসের একটি মূল লাইন যাচ্ছে। নিউ কোচবিহারে ওই লাইন আসার পরেই পাইপ লাইনের মাধ্যমে সেখান থেকে কোচবিহার শহরে রান্নার গ্যাস নিয়ে এসে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে বলে জেলা শাসক জানিয়েছেন।
মূলত বড় শহর গুলোতে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতাতেও ওই কাজ হচ্ছে। এবার কোচবিহার শহরের মানুষও সেই সুবিধা পেতে চলেছেন বলে জেলা শাসক জানিয়েছেন। তবে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের কি পরিমাণ মূল্য দিতে হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায় নি। বাসিন্দাদের অনেকেই মনে করছেন, যেভাবে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতি পাইপ লাইনের গ্যাসের মূল্যে যদি কিছুটা হলেও কিমি. দিতে হয়, তাহলে বাসিন্দারা ভীষণ ভাবে উপকৃত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here