কান্দিতে মহাসমারোহে পালিত হলো রামনবমী।

0
191

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  মুর্শিদাবাদ জেলার কান্দি রাজবাড়ী সংলগ্ন চকপর এলাকায় বিগত ছয় বছর ধরে মহাসমারোহে পালিত হয়ে আসছে রাম নবমী পূজা। রামচন্দ্র ও হনুমানের মূর্তি করে নিষ্ঠা ভরে পূজা অর্চনার মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে রামনবমী পূজা পালন করলো কান্দির শ্রী রামনবমী উৎসব উদযাপন কমিটির সদস্যরা। অনন্যা বছর শোভাযাত্রার আয়োজন করা হলেঔ এই বছর শোভাযাত্রার অনুমতি না মেয়ায় শোভাযাত্রার আয়োজন করেনি উদ্যোক্তারা তবে নদী থেকে ঘট আনার সময় প্রতীকী শোভাযাত্রার আয়জন করা হয়েছিল বলে জানা গিয়েছে। সব মিলিয়ে সুস্থ ভাবে রামনবমী পূজা সুসম্পূর্নন হলো কান্দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here