যুবকের উদ্যোগে জল নিকাশী নালায় লাগানো হল ঢাকনা।

0
218

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -ক্যানিং মহকুমা হাসপাতালের পিছনেই নোনাঘেরী এলাকা। এই এলাকায় হাজার হাজার মানুষ বসবাস করে।একেবারেই হাসপাতালের পিছন থেকে একটি সরু গলি পথ দিয়ে যাতায়াতের সময় পথেই রয়েছে বাঁক,আর সেখানেই রয়েছে জল নিকাশি নালা। অসাবধান বসত যাতায়াতের সময় খোলা জলনিকাশী নালায় পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছিল।এমন ঘটনা নজর এড়ায়নি সুন্দরবনের সমাজসেবী ফারুক আহমেদ সরদারের।রবিবার সকালে নিজেই উদ্যোগ গ্রহণ করেন।তাঁরই উদ্যোগে জলনিকাশী খোলা নালায় বসানো হল একটি ঢাকনা।
এলাকার সাধারণ মানুষের সুবিধার জন্য জনস্বার্থে এমন উদ্যোগ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে ফারুক সরদার কে ।এলাকার বাসিন্দাদের দারী জল নিকাশী নালায় কোন ঢাকনা ছিল না।নালায় পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। বিশেষ করে রাতের অন্ধকার দুর্ঘটনা অহরহ ঘটে চলছিল।খোলা নিকাশী নালায় ঢাকনা দেওয়ায় সাধারণ পথচলিত মানুষ উপকৃত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here