রাজ্য আদিবাসী উন্নয়ন ও সমবায় নিগমের চেয়ারম্যান নির্বাচিত হাওয়ায় বিধায়ক দুলাল মুর্মুকে সংবর্ধনা জানালো তৃণমূল কংগ্রেসের এস টি সেল।

0
343

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  দ্বিতীয়বারের জন্য রাজ্য আদিবাসী উন্নয়ন ও সমবায় নিগমের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু। তাই ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী এলাকায় সোমবার তৃণমূল কংগ্রেসের এস টি সেলের উদ্যোগে রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সমবায় নিগমের চেয়ারম্যান বিধায়ক দুলাল মুর্মু কে সংবর্ধনা জানানো হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, তৃণমূল কংগ্রেসের এস টি সেলের নেতৃত্ব শ্যামসুন্দর হাঁসদা অনিল টুডু, ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু সহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু বলেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষদের উন্নয়নের জন্য আদিবাসী উন্নয়ন ও সমবায় নিগমের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বার আমাকে মনোনীত করেছেন ।তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান । সেই সঙ্গে তিনি বলেন আমার কাজ হবে আদিবাসী মানুষদের উন্নয়ন করা ।তাই আগামী দিনে কিভাবে আদিবাসী মানুষদের আরো উন্নয়ন করা যায় সে বিষয়ে তিনি চিন্তাভাবনা করবেন বলে জানান এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য তিনি তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সকল নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here