পয়লা বৈশাখের সকালে বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভীড়।

0
198

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- আজ পয়লা বৈশাখ ৷ ১৪২৯ বঙ্গাব্দের সূচনা লগ্নে বাঙালী তাই মন্দিরে মন্দিরে ভীড় জমিয়েছে ৷ পূজো দিয়ে বৈশাখকে বরণ করছে ৷ এদিন কোটাসুরের মদনেশ্বর শিব মন্দিরে ভক্তরা ভিড় জমায় বাবার আরাধনায় । বছরের সূচনায় পূজো দিয়ে দিনটিকে আহ্বান জানানোর রীতি বহু পুরাতন ৷ বাঙালীর বারো মাসে তেরো পার্ব্বণের সূচনা বলা চলে এই পয়লা বৈশাখ ৷ তাই সমস্ত গ্লানী ভুলে বাঙালী উৎসব প্রিয় ৷
ছবি ও তথ্য- সুকান্ত রায়, ময়ূরেশ্বর, বীরভূম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here