আগ্নেয়াস্ত্র নিয়ে কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

0
194

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগ্নেয়াস্ত্র নিয়ে কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অস্ত্র সহ আটক তিন যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক দশটা পঁয়তাল্লিশ নাগাদ নদীয়ার নবদ্বীপ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা কৃষ্ণ কালিতলা মোড় এলাকায়। জানা যায়, এই দিন রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল মনোনীত জনপ্রতিনিধি গোষ্ঠ ভট্টাচার্যের উপর অতর্কিতভাবে হামলা করে কয়েকজন যুবক। জনপ্রতিনিধি কে বাঁচাতে গিয়ে সাময়িকভাবে ধস্তাধস্তি শুরু হয় উভয় পক্ষের মধ্যে। সেই সময় গোষ্ঠ বাবুর সঙ্গী-সাথীরা তিনজন যুবককে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায় এলাকা ছেড়ে। এরপর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি আগ্নেয়াস্ত্র ও দূটি বাইক সহ তিন যুবককে আটক করে নবদ্বীপ থানার পুলিশ। অটো প্রত্যেকেই সক্রিয় বিজেপি কর্মী বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে সামরিক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here