আবারো খাপ পঞ্চায়েতের ছায়া পটাশপুরে,গ্রেপ্তার ৮।

0
444

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আবারো খাপ পঞ্চায়েতের ছায়া পূর্ব মেদিনীপুর পটাশপুরে।এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা, মন্দিরের সামনে খাবার নিয়ে ধর্না বিক্ষোভ। গ্রাম কমিটির ফতোয়া জারি নিয়ে বিক্ষোভ। গ্রেফতার করা হয়েছে আটজনকে। এলাকায় পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু’নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খড়িকা পাটনা গ্রামে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গ্রাম কমিটির সম্পাদক গোপালবেরা সহ ৮ জনকে। জানা গেছে এই গ্রামের বাসিন্দা তপন বিসাইয়ের বাড়িতে পুজো অনুষ্ঠান চলছিল। গ্রামের সব মানুষকে বুধবার প্রসাদ খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। আর এই নিয়েই গ্রাম কমিটির এসে পড়েন তপন বিষাই। তারপরই গ্রাম কমিটির পক্ষ থেকে ফতোয়া জারি করা হয়। নিদান দেওয়া হয় এই পুজো অনুষ্ঠানে গ্রামের কাউকে খেতে যাওয়া যাবে না। গ্রাম কমিটির নিগাম অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে কঠোর শাস্তি ও মিলতে পারে।। এই নিদান পাওয়ার পরই গ্রামের বেশকিছু মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। বেশিরভাগ গ্রামবাসীদের জড়ো করে প্রায় ১০০০ জনের খাবার নিয়ে মন্দিরের সামনে মন্দির কমিটির লোকজনদের ধিক্কার জানায় এবং মন্দিরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে। পুজো আয়োজক তপন বিষাই বলেন তার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব হচ্ছিল। প্রায় দুই হাজার মানুষের প্রসাদ খাওয়ার আমন্ত্রণ ছিল। এই গন্ডগোল এর মাঝখানে সেইসব প্রসাদ রায় নষ্ট হয়েছে। পুজো উদ্যোক্তাকে গ্রাম কমিটি থেকে বলা হয় কমিটিকে কেন জানানো হয়নি এই পুজো নিয়ে। গ্রাম কমিটি এই নিয়ে মিটিং বসিয়ে ধমক দেওয়া হয় উদ্যোক্তাকে। এরকম হতে থাকলে তপনের পরিবারের কোনো সমস্যা অনুষ্ঠান ক্রিয়াকর্ম সবকিছু বয়কট করা হবে। সেই মতো করে নিতাম জারি করলেই তারপরই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here