দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে স্পিকটি নট সুকান্ত মজুমদার।

0
196

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ দিলীপ ঘোষের বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করলেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে সাংগঠনিক সভা করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, “আমার ঘোষিত নীতি রয়েছে আমি বিজেপি নেতাদের করা মন্তব্যের প্রতিক্রিয়া ব্যাক্ত করিনা”। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এদিন রাজ্যের সরকারকে একহাত নেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “রাজ্য সরকারের অপদার্থতা র জন্যে রাজ্যের আইন শৃঙ্খলার এমন পরিস্থিতি তৈরী হচ্ছে। যে ধরনের শৃঙ্খলা থাকা উচিৎ তা নেই। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে অপরাধ যেভাবে মোকাবিলা করা হচ্ছে এ রাজ্যে তা হচ্ছে না। এ রাজ্যে অপরাধীদের কেউ শাস্তি পাচ্ছে না”। এ রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা প্রয়োগের দাবি প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “আমরা বললেই এ রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা প্র‍য়োগ হবে না। এই ধারা প্রয়োগের দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। আমরা দাবি করতেই পারি কিন্তু সেই দাবি কতটা যুক্তিযুক্ত তা বিচার করবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক”। সরকারি কর্মীদের রাজনৈতিক আনুগত্য প্রসঙ্গে রাজ্যপালের টুইট প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “তেমনটাই হওয়া উচিৎ। সেই জায়গা থেকে এ রাজ্য কয়েকশো কিলোমিটার দূরে। তৃনমূলের স্থানীয় নেতারাও এস পি কে ধমকায় চমকায়। আই সি রা আমাদের নেতা নেত্রীদের তৃনমূলে যোগদানের জন্য চাপ দেয়। এটা পুলিশের কাজ না। এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিৎ”। জঙ্গলমহলে মাওবাদী উত্থান সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, “অনুন্নয়ন যত থাকবে তত এই ধরনের শক্তি বাড়বে। তৃনমূল একসময় এদের ব্যবহার করেছিল। তারপর তাদের পরিনতি কী হয়েছিল তা সবাই জানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here