আরব দেশের খেজুর, বেনারসের সেমাই আর কলকাতার লেংচা , জমে উঠেছে জলপাইগুড়ির রমজান মাসের বাজার।

0
329

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ– আরব দেশের খেজুর, বেনারসের সেমাই আর কলকাতার লেংচা , জমে উঠেছে জলপাইগুড়ির রমজান মাসের বাজার।

একদিকে চলছে জলপাইগুড়ি শহরের প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ গুলিকে নতুন রঙে রাঙিয়ে খুশির ঈদ উৎসব পালনের প্রস্তুতি। পাশাপাশি রোজা শেষে ইফতারের জন্য ইতোমধ্যেই জলপাইগুড়ি শহরের বাজারে এসেছে সুদূর আরব দেশের সুস্বাদু খেজুর ,এর সাথেই পাওয়া পাওয়া যাচ্ছে বেনারসের সেমাই এবং কলকাতার বিখ্যাত ল্যাংচা।
এই সবের আগমনে এক কথায় বলা যায় , জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকায় বসবাসকারী ধর্মপ্রান মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে রোজা শেষে ইফতারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতের কাছে পেয়ে আনন্দিত।

রমজান মাসের বাজার প্রসঙ্গে বিক্রেতা মেহবুব আলম জানান, মূলত রমজান মাসে এই আরবের খেজুর বেশি আসে এবং বিক্রি হয় বেশি।
সাধারণ ভাবে স্থানীয় খেজুর থেকে আরবের খেজুরের দাম কিছুটা বেশি হলেও চাহিদা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here