রক্তের যোগান কম, চাহিদা মতন মিলছে না রক্ত, নদিয়ার কল্যানী কলেজ অফ মেডিসিন এন্ড জে এন এম হাসপাতালে ব্লাড ব্যাংকের চিত্র।

0
376

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  কেউ রাত থেকে রক্তের জন্য ছুটছেন, আবার কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে ব্লাড ব্যাংকের সামনে রক্তের জন্য। কিন্তূ রক্তের ভাড়ার শূন্য। ফলে সমস্যায় রোগী ও রোগীর আত্মীয়রা। কেউ কেউ নিজেরাই ডোনার নিয়ে আসছেন।
নিজের প্রিয়জন চিকিৎসাধীন হাসপাতলে। চিকিৎসকরা লিখে দিয়েছেন এক্ষুনি রক্ত লাগবে। রক্ত কোথায়?
ব্লাড ব্যাংক জুড়ে রক্তের স্টক শুন্য।
কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে অধ্যক্ষ ডাক্তার সুবিকাশ বিশ্বাস জানান, ব্লাড ক্যাম্পের সংখ্যা অনেক কম। গরম বাড়তেই রক্তের চাহিদা বাড়ে প্রতিবছর। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে একাধিক সংগঠনের কাছে ব্লাড ক্যাম্প করার আবেদন অধ্যক্ষের। এখন যা ব্লাড স্টকে রয়েছে হয়তো আগামী দুদিন চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here