তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে ব্যাঙের বিয়ে দিলো চন্দ্রকোনার দরবস্তিবালা গ্রামের বাসিন্দারা।

0
318

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  প্রচন্ড দাবদাহে এক পসলা বৃষ্টির জন্য এমনই আকুতি মিনতি করে চলেছে সাধারণ মানুষ।গতকাল অর্থাৎ বুধবার হুগলি জেলার আরামবাগে ধূমধাম করে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় বৃষ্টির আশায় এবার তার রেস এসে পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়, বৃহস্পতিবার চন্দ্রকোনা থানার দরবস্তিবালা গ্রামের একটি কালি মন্দিরে বৃহদাকার একটি ব্যাঙকে ধরে তার পুজোর আয়োজন করে বেশকিছু বাসিন্দা।ধূপ,সিঁদুর,ফুল সহ নানান উপকরণ সাজিয়ে গ্রামের কালি মন্দিরে একটি গর্ত খুঁড়ে তাতে ব্যাঙকে বেঁধে সিঁদুর হলুদ মাখিয়ে জল ঢেলে ফুল বেলপাতা চড়িয়ে শঙ্খ-ঝাজঘন্টা বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের পুজোর আয়োজন করা হয়।দরবস্তি গ্রাম কৃষি প্রধান এলাকা তারউপরই নির্ভরশীল সকলে,বৃষ্টির অভাবে এই চাঁদিফাটা গরমে ক্ষতি হচ্ছে সদ্য লাগানো তিল চাষে মাঠের জমি শুকিয়ে গেছে বলে জানায় কৃষকরা।বৃষ্টি না হলে চাষের ক্ষতি তো হবেই তারউপর প্রচন্ড দাবদাহে ঘরে বাইরে টিকা দুর্বিসহ হয়ে উঠেছে বলে বাসিন্দাদের মত।এসবের হাত থেকে রেহায় পেতে একমাত্র ভরসা স্বস্তির বৃষ্টি,আর তার জন্যই এই ব্যাঙ পুজোর আয়োজন বলে দাবি বাসিন্দাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here