ঐতিহাসিক মে দিবসে রবিবার সকালে জলপাইগুড়ি শহরে সিআইটিইউ-র জেলা দপ্তরে পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন।

0
205

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ঐতিহাসিক মে দিবসে রবিবার সকালে জলপাইগুড়ি শহরে সিআইটিইউ-র জেলা দপ্তরে পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন ধ্রুবজ্যোতি গাঙ্গুলী।
শহরের বিভিন্ন টোটো স্ট্যান্ড, কোল্ড স্টোরেজ, নার্সিং হোমে সিআইটিইউ -র পতাকা উত্তোলন করা হয়। শহর সংলগ্ন বড় চা বাগান ডেঙ্গুয়াঝার, করলাভ্যালি, ভান্ডিগুড়ি, জয়পুর, সরস্বতীপুরসহ বিভিন্ন ছোট চা বাগানে এদিন সকালে পতাকা উত্তোলন হয়। জলপাইগুড়ি সদর হাসপাতালে সিআইটিইউ-র পতাকা উত্তোলন করেন সিকিউরিটি ইউনিয়নের সদস্যরা।বিদ্যুৎ দপ্তরে জমায়েত হয়ে পতাকা উত্তোলন করেন কর্মীরা। এল আই সি এজেন্ট ইউনিয়নের পক্ষ থেকেও পতাকা উত্তোলন করা হয়।
কর্মসূচি গুলিতে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, শুভাশিস সরকার, কান্তি রাহা, প্রফল্ল লাকরা, দীপক সরকার, অমল নায়েক, সুক্রাম ওরাও প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here