মালদহে হবিবপুর থানার অন্তর্গত তিলাসন এলাকার ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি।

0
183

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদহে হবিবপুর থানার অন্তর্গত তিলাসন এলাকার ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, বুধবার গভীর রাতে চারজনের এক ডাকাত দল অমল পান্ডে, ব্যক্তির বাড়িতে ঢুকে গলায় হাসুয়া ধরে টাকা সহ সোনার গহনা লুট করে বলে অভিযোগ।ওই ব্যাক্তি অনুমান বাড়ির প্রাচীর টপকে সিড়ি দিয়ে বাড়ির ভিতরে প্রথমে একজন প্রবেশ করে পরে বাড়ির মেন গেট খুলে তিনজন ঢোকে ঘরে ঢুকেই ওই ব্যক্তির গলায় হাসুয়া ধরে বলতে থাকে ঘরের টাকাপয়সা সহ কি আছে দিতে ওই ব্যক্তি ভয় পেয়ে ঠায় দাঁড়িয়ে থাকে ইতিমধ্যে ঘরের বিছানার সহ যাবতীয় জিনিস উলটপালট করে প্রথমে সেই ঘরে থাকা টাকাপয়সা লুট করে পরে তার স্ত্রী চন্দনা পান্ডে পাশের ঘরে ঘুমিয়ে থাকলে ওই ব্যক্তির গলায় হাসুয়া ধরে তার স্ত্রীকে ডাকতে বলে ডাকতেই তার স্ত্রী গলা হাসপাতাল এবং ঘরের লকারে চাবি চেয়ে বসে ওই দুষ্কৃতীরা না দিতে চাইলে কেটে ফেলার হুমকিও দেয় তার স্ত্রী চাবি কোথায় আছে জানেনা এমনটাই বলতেই হুমকি দিলে তার স্বামী বলেন ভেঙে নিন ইতিমধ্যে সেই ঘরে লকার থেকে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা সহ সোনার প্রায় দশ ভরি গহনা লুট করে রুট করার পরে তাদের দুজনকে ঘরের মধ্যে আটকে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

অমল বাবু জানিয়েছে প্রথমে তার ঘরে ঢোকে এবং তার গলায় হাসুয়া ধরে সম্পূর্ণ টাকা পয়সা লুট করে তাদেরকে হুমকিও দেয় চিৎকার করলে কেটে ফেলে দেওয়া হুমকি দেওয়া হয়, তারা চারজন ছিল তাদের হাতে বড় বড় হাসুয়া ও একজনের হাতে পিস্তুল ছিল এমনই অনুমান করছেন তারা সঠিক ভাবে চিনতে পারেনি ওই দুষ্কৃতীদের চারজন এই মুখে কাপড় বাঁধা ছিল তার স্ত্রী চন্দনা পান্ডে জানান দুষ্কৃতীরা গলায় হাসুয়া ধরে টাকা পয়সা চাইছিল চাবি না পাওয়ায় লকারে লক ভেঙে সম্পূর্ণ টাকা পয়সা সহ সোনার গহনা নিয়ে যায়। এলাকাবাসী অসিত পান্ডে বলেন এই প্রথম কোন ডাকাতি হলো এলাকায় আগে কোনদিন এমন ঘটনা ঘটেনি তাদের অনুমান এলাকারই কেউ জড়িত রয়েছে এভাবে বাড়ির পাঁচিল টপকে কি করে ভেতরে প্রবেশ করে।খবর পেয়ে রাতেই হবিবপুর থানার পুলিশ আসে তদন্ত শুরু করেছে এই ঘটনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here