হবিবপুর থানার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন ব্রাহ্মণপাড়া এলাকার ডাকাতির ঘটনার কিনারা।

0
212

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–বেশ কয়একদিন আগে বাড়ির বৃদ্ধ দম্পতিকে ঘরের মধ্যে গলায় হাঁসুয়া ধরে রেখে প্রায় ৯ লক্ষ টাকা নগদ এবং প্রায় দশ ভরি স্বর্ণালংকার লুট করে সশস্ত্র দুষ্কৃতীর দল । সেই ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিলো হবিবপুর থানার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন ব্রাহ্মণপাড়া এলাকায়। এমনকি দুষ্কৃতীরা লুট করে পালাবার সময় শূন্যে গুলি ছুঁড়ে বলে অভিযোগ। তার ভয়ে গ্রামবাসীরা প্রথমে এগিয়ে আসার সাহস পায় নি। পরে ওই বৃদ্ধ দম্পতির আর্ত চিৎকার শুনে পাড়া-প্রতিবেশী এসে তাদের উদ্ধার করে । এই ডাকাতির ঘটনার খবর পেয়ে পরে ওই এলাকায় পৌঁছেছিলো হবিবপুর থানার বিশাল পুলিশবাহিনী । বাড়ির প্রবীণ গৃহকর্তা অমল পান্ডে ও তার স্ত্রী আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন । সেই সময় ৫ থেকে ৭ জনের সশস্ত্র দুষ্কৃতী দল বাড়ির ছাদের উপর দিয়ে বাড়িতে ঢুকে দরজা খুলে তারা লুটপাট চালিয়ে ছিলো সেই ডাকাতির ঘটনায় কিনার করে হবিবপুর থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে রবিবার রাতে দুই জন্য দুষ্কৃতি কে অটোক করে সোমবার ওই দুই জন দুষ্কৃতিকে জেলা আদালতে পেশ করে তাদের রিমান্ডে নেওয়া হবে বলে জানাগেছে, বাকিদের খোঁজ চালানো হছে হবিবপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here