বেহাল নিকাশি,কোদাল হাতে প্রাক্তন সেচ ও জলপথ মন্ত্রী।

0
278

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – প্রাকৃতিক দুর্যোগের জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। নিকাশীনাল বেহাল হওয়ার জন্য ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় জমতে শুরু করে জল।তেমনই গত কয়েকদিনের বৃষ্টির জেরে জল জমে গিয়েছে ক্যানিং শহরের বিভিন্ন এলাকায়। এমনকি জল জমে গিয়েছে ক্যানিংয়ে বসবাসকারী খোদ রাজ্যের প্রাক্তন সেচ ও জলপথ মন্ত্রী সুভাষ নস্করের বাড়ি।অগত্যা বাড়ির সামনে জল সরাতে বৃহস্পতিবার কোদাল হাতে নিকাশি নালা পরিষ্কার করতে দেখা গেল সত্তর উর্দ্ধ রাজ্যের প্রাক্তন সেচ ও জলপথ মন্ত্রী তথা বাসন্তী বিধানসভার টানা ৩৪ বছরের প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর কে।তাঁর বাড়ির সামনে জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘ দিনের।পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ক্যানিং ১ বিডিও,বিধায়ক কে জানিয়েও কোন ফল হয়নি।গত কয়েক দিন বৃষ্টির জেরে তাঁর বাড়ির সংলগ্ন রাস্তায় জল জমে যায়। জমা জল সরাতে বৃহষ্পতিবার নিজেই কোদাল হাতে নেমে পড়লেন পরিস্কার করতে।তাঁর দাবী রাস্তার দুপাশে সরকারী জমি দখল করে যে ভাবে দোকান,বাড়িঘর গজিয়ে উঠেছে তাতে করে নিকাশী ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে।আর সেই কারণে প্রতিবছর জমা জলের জন্য সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here