কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফার সোসাইটির মানবিক উদ্যোগ, বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ালো।

0
273

আবদুল হাই, বাঁকুড়াঃ আর্থিক বৈষম্যের বেশ উপরের দিকেই আছে ভারতবর্ষে।
এদেশে যাদের অর্থ আছে তাদের প্রচুর আর যাদের নেই তাদের তো কিছুই নেই। এই চিত্রটা বিগত বেশ কয়েক বছরে আরো মারাত্মক আকার ধারণ করেছে আর সে কথাই বলছে বিভিন্ন সমীক্ষায়। এই মুহূর্তে ভারতবর্ষ খাদ্য সঙ্কটে ভুগতে থাকা মানুষের সংখ্যা পাকিস্তান এবং পাশের ছোট্ট দেশ বাংলাদেশের থেকো ভয়ঙ্কর। তর্কের খাতিরে দু’বছর করোনা অতিমারিকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারে রাজনৈতিক মহল কিন্তু এই চরম অবনতি দু’বছরের নয়।
অবশ্যই এমনটা ছিল না বিগত কেন্দ্রীয় সরকারের আমলে আর কথা বলছে বিভিন্ন সমীক্ষাতেও। এই কঠিন পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী বাজার দর অতি সাধারন মানুষকে আরও কাবু করে দিয়েছে। খাদ্য সংকট, অর্থ সংকটে জর্জরিত অতি সাধারণ মানুষের জীবনধারণ এক প্রকার অসম্ভব কাজ হয়ে উঠেছে সেখানে রোগের চিকিৎসা অনেক সময় বাতুলতা মনে হয় তাদের। কঠিন পরিস্থিতি থেকে মানুষকে কিছুটা সূরাহা দিতে পশ্চিমবঙ্গ সরকার কিছু মানবিক উদ্যোগ নিয়েছে কিন্তু তা যে যথেষ্ট নয় সেটা বারবার প্রমাণ হয়, এমতাবস্থায় কেয়ার ইন্ডিয়া ওয়েলফেয়ার সোসাইটি এগিয়ে এলেন সেই সব রোগীদের চিকিৎসার জন্য যারা বিনা চিকিৎসায় প্রায় দিনের পর দিন শয্যাশায়ী। এদিন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দেউলি গ্রামের 100 জন অসহায় মানুষদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা সহ অন্যান্য রোগের চিকিৎসা করেন এবং বিনামূল্যে ঔষধ দেন। কেয়ার ইন্ডিয়া ওয়েলফেয়ার সোসাইটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ থেকে বিশিষ্টজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here