তৃণমূল পার্টি টা হচ্ছে ক্রিমিনাল পার্টি,ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া BJP কর্মীদের বাড়ি ফেরাতে ভূপতিনগর থানায় উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্য সম্পাদিকা।

0
208

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  তৃণমূল পার্টি টা হচ্ছে কিমিনাল পার্টি,ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া BJP কর্মীদের বাড়ি ফেরাতে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানায় উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্য সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল,প্রসঙ্গত ভোট-পরবর্তী হিংসা এখনো পর্যন্ত রাজ্যজুড়ে অব্যাহত, এমনটাই অভিযোগ করছে বিজেপি, বহু বিজেপি কর্মী বাড়িছাড়া, প্রাণ গেছে বহু বিজেপি কর্মীর,পাশাপাশি মহিলা কর্মীদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, তবে এই পরিস্থিতির মাঝে যেই সব বিজেপির কার্যকর্তা না এখনো পর্যন্ত ঘরছাড়া, সেইসব কর্মীদের বাড়ি ফেরাতে এবার তৎপর হয়েছে রাজ্য বিজেপি, শনিবার ভুপতিনগর থানায় উপস্থিত রাজ্য বিজেপির সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সভাপতি সুদাম পন্ডিত, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা। এই দিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয় আরো বলেন আমাদের তৃণমূলের সঙ্গে লড়াই করে থাকতে হবে আমরা সিপিএমের মতো ঘরে বসে টিভিতে বলি না, ময়দানে নেমে লড়াই করি, পাশাপাশি তিনি আরো বলেন আগামী পঞ্চায়েত ভোটে যদি মানুষ ঠিক মতো ভোট দিতে পারে, তাহলে একটা পঞ্চায়েত তৃণমূল দখল করতে পারবে না, পাশাপাশি তিনি এটাও বলেন এখানে তো ভোট হয় না লুট হয়, উনি তো ইলেকশন না করিয়ে একবারে ঘোষণা করতে পারেন। অন্যদিকে ভোট-পরবর্তী হিংসায় যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি কর্মীদের সেইসব ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে সেই বিষয় নিয়েও কার্যত হুঁশিয়ারি দিলেন শাসক দলকে। অন্যদিকে রাজ্য বিজেপির সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, তিনি বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমাদের দল চলে, ভোটের আগে তারা যা উচ্চবাচ্য করেছে তাতে তাদের দলের কর্মীরা আসতে চাইছে না, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, আমরা গণতন্ত্রের পূজারী, আমরা যদি খারাপ কাজ করতাম তাহলে হয়তো আগামী দিনে বিজেপির ফ্লেক্স,ফেস্টুন থাকতো না, আমরা নেত্রীর আদর্শ মেনেই রাজনীতি করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here