ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় রাজনৈতিক যোগ নেই,জানালেন তমলুকের SDPO

0
428

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিজেপি কর্মী খুনের কিনারা করলো পুলিস।শুক্রবার বিকেল নাগাদ ময়নার চাঁদিবেনিয়া গ্রামে মৃত কৃষ্ণ পাত্রের বাড়িতে ধৃত কৃষ্ণ পাত্রের স্ত্রী রূপালী পাত্র ও মৃত কৃষ্ণ পাত্রের ভাই বলরাম পাত্র কে নিয়ে গিয়ে পুলিস গ্রাম বাসিদের সামনে খুনের পুননির্মাণ করেন। খুনে ব্যাবহৃত লোহার শাবল উদ্ধার করা হয় বাড়ির পাশের একটি পুকুর থেকে। ঘটনার পুননির্মান করে পুলিশ পাশাপাশি ভিডিও গ্রাফি করে পুলিস। পুলিশের কাছে মৃত কৃষ্ণার স্ত্রী রূপালী পাত্র স্বীকার করে রাত্রি বারোটা নাগাদ বাড়ির মধ্যেই কৃষ্ণের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করে খুণ করে। তার পরে রূপালী ও তার প্রেমিক মিলে মৃত কৃষ্ণ কে বাড়ির সামনে খালে ফেলে ময়না থানার পুলিশ মৃত কৃষ্ণ পাত্রের স্ত্রী রুপালী পাত্র এবং মৃত কৃষ্ণ পাত্রের ভাই বলরাম পাত্র কে আটক করে ওই দিন। পরে দুজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার মৃত কৃষ্ণ পাত্রের স্ত্রী এবং ভাইকে তমলুক জেলা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। শনিবার তমলুকে SDPO ময়নায় চাঁদিবেনিয়া গ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করেন।তিনি বলেন এই ঘটনা কোন রাজনৈতিক কারনে নয়, প্রণয়ঘটিত কারণে খুন করা হয়েছে। এই দিন তমলুকে সাংবাদিক বৈঠক করে জানালেন তমলুকের এসডিপিও আবু বক্কর। কি ভাবে কৃষ্ণ পাত্র কে তার স্ত্রী রূপালী পাত্র কি দিয়ে খুন করেছিলো বিস্তারিত জানালেন সংবাদ মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here