শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে সাতদিনব্যাপী ভাগবত কথা পাঠ।

0
352

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ-সকলের মঙ্গল কামনার জন্য বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে গতকাল শুক্রবার ১৩ মে থেকে ৭ দিন ব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়। সেই মতো গতকাল শুক্রবার বৈকাল থেকে শুরু হয় ভাগবত পাঠ। চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। ভাগবত পাঠ করেন কোচবিহারের সিতাই রামকৃষ্ণ আশ্রমের শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। এদিন আশ্রমের মহারাজগণ সহ শতাধিক ভক্ত ভাগবতপাঠ শ্রবণ করেন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের নাটমন্দিরে ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত ভাগবত পাঠ চলবে বৈকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পাশাপাশি সকলের মঙ্গল কামনার জন্য শেষদিন বিশ্বকল্যাণ যজ্ঞ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here