বই লিখে দলের সমালোচনা, পাঁশকুড়া ব্লক অস্বস্তিতে তৃণমূল।

0
242

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বই লিখে তার মধ্যে দলের অভাব- অভিযোগের কথা তুলে ধরলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্তি জানা। রবীন্দ্র জয়ন্তীর দিন প্রকাশ পাওয়া তার লেখা ‘পাঁশকুড়া রাজনৈতিক ঘটনাবলী ও আমি’ বইতে পাঁশকুড়ার উন্নয়ন ও শাসক দলের নেতৃত্ব নিয়ে কড়া সমালোচনা করেছেন ব্লক সভাপতি। বইয়ের পাতায় লেখা রয়েছে-“পাঁশকুড়া অবিভক্ত মেদিনীপুরের প্রবেশ দ্বার। কিন্তু পাঁশকুড়া নিয়ে কেউ ভাবেনি। বাম আমলে এপিএল কারখানা ছাড়া আর কোন কারখানা পাঁশকুড়ায় হয়নি। তৃণমূলের আমলে বেশ রাস্তাঘাট হয়েছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম। এখনো পাঁশকুড়ার মানুষকে এক হাঁটু জল কাদা পেরিয়ে যাতায়াত করতে হয়। ১৯৫২ সালে মন্ত্রী পরিষদী গঠনের পর ৬৯ বছর কেটেছে, তাঁর মধ্যে ৩০ বছর পাঁশকুড়ার অনেক নেতা সরকারের মন্ত্রী হয়েছেন, কিন্তু পাঁশকুড়ার চেহারা বদলায়নি। আমি যা লিখেছি দলের স্বার্থে ও পাঁশকুড়া মানুষের স্বার্থে। আমি মনে করি এতে দলের কোন ক্ষতি হবে না বরং দল আরো শক্তিশালী হবে দাবী ব্লক সভাপতির। যদিও এই প্রসঙ্গ নিয়ে বিজেপি নেতৃত্ব কটাক্ষ করতে ছাড়লেন না, এই সম্বন্ধে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদিকা স্বাগতা মান্না বলেন গত ১০ বছর ধরে ওনার শুভবুদ্ধি হয়েছে বিজেপির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানান পাশাপাশি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে পারলেন না তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here