মাথাভাঙ্গায় বেহাল রাস্তা সংস্কারের দাবীতে ধানের চারা রোপণ করে বিক্ষোভে নামলো গ্রামবাসীরা

0
198

মনিরুল হক, কোচবিহার: বেহাল রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে নামলো স্থানীয় বাসিন্দাদের একাংশের। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাটের গেন্দুগুড়ি এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দীর্ঘ ১ কিমি রাস্তার বেহাল দশায় পরে রয়েছে। সামান্য বৃষ্টিতে হলেই ওই রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়ে। গ্রামবাসীরা রাস্তাটিকে সংস্কার করার জন্য পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানালেও কোন কাজ হয়নি। কার্যত বাধ্য হয়েই এদিন রাস্তার কাঁদায় ধানের চারা রোপণ করে ক্ষোভ দেখান বাসিন্দারা।

তারা জানান, এখানে কয়েকশতাধিক মানুষের বসবাস, তাছাড়া এই রাস্তার উপর দিয়ে পকিহাগা, মাথাভাঙা, নয়ারহাট সহ বিভিন্ন জায়গা যাওয়ার একমাত্র ভরসা। কিন্তু বর্ষা আসামাত্রই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ চন্দ্র বর্মণ জানান, রাস্তাটি গ্রাভেল করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাশ হলেই রাস্তা পাকা হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here